অধ্যক্ষের বাণী
আসসালামুয়ালাইকুম। আমি মুহাম্মাদ আব্দুল খালেক; “Orbit Arts College” এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন — “যদি তুমি চাও কোন কাজ ভালোভাবে সম্পন্ন হোক, তাহলে সেটা নিজে করো।”
এজন্যই, আমি আমার কলেজের সমস্ত প্রশাসনিক কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করি। এতে করে যেমন দূরত্ব ঘোচে, তেমনি শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্য বৃদ্ধি পায়, পড়ার মান বজায় থাকে।
আমার রৌমারী উপজেলার সচেতন অভিভাবকদেরকে বলব – যদি আপনার সন্তানের জন্য “Quality Education” নিশ্চিত করতে চান, তাহলে আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যে, উচ্চতর শিক্ষা লাভে বিশ্ববিদ্যালয়মুখী করতে, পড়া-লেখার পাশাপাশি চিন্তা-মননশীলতা বিকাশে সহায়তা করতে এবং সর্বোপরি সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে — “লাইট বেয়ারার” এর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।
আমাদের প্রতিষ্ঠানের জন্য সবার কাছে আশীষ প্রার্থনা করছি।
— মুহাম্মাদ আব্দুল খালেক
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল